কাল সারারাত তোমারই কাকন যেন
কানে কানে রিনিঝিনি বেজেছে
আমাকে ডেকে ডেকে রাত্রির নিশিথে
তোমারও ভালবাসার ঐ আবীরে মেখেছে ।।
কুহেলী ক্রন্দনে ভোরের বাতাসে
তোমারই ঐছবি এই মনে আসে ।।
সবকিছু ভুলিয়ে মন মাঝে মিশেছে।।
নীলীমার নীল রঙে মেখে আমাকে
সাজালে কি অরূপ সাজে আমাকে ।।
সবকিছু ভুলিয়ে মন মাঝে মিশেছে।।
—————-
সুর, সংগীত ও কণ্ঠঃ আইয়ুব বাচ্চু
কথাঃ কবির বকুল
এ্যালবামঃ ময়না (১৯৮৬)
Leave a Reply