দূর পাল্লা ট্রেনেরও কামরায়
তুমিও ছিলে যাত্রী
উদাস চোখে তাকিয়ে ছিলে
বাইরে তখন রাত্রি।।
কি ভীষন মায়া ছিল
তোমারই উদাস চোখে
পাগল করেছে মোরে
কি গভীর কালো ছিল
এ নিবির রাতের বুকে
উদাস হয়েছি আমি।
নয়নে ঘুমের ছায়া
হৃদয়ে ভীষন ব্যথা
তুমি তা বোঝনি
অচেনা তুমি আমি
অথচ সাথে চলেছি
হয়ত ভুলে যাবে।
—————–
সুর, সংগীত ও কণ্ঠঃ আইয়ুব বাচ্চু
কথাঃ শাকিল
এ্যালবামঃ ময়না (১৯৮৬)
Leave a Reply