এই কোলাহল; এই লোকালয়
এত প্রিয়জন; কেউ কারো নয়।
জেনে রেখো শুধু…
জীবনের ডাইরীতে
অদৃশ্য কালিতে
একটি সত্য আছে লিখা,
মানুষ বড় একা…।।
কত ব্যস্ততায়; নিজেকে জড়ালে
কত প্রয়োজনে; নিজেকে বিলালে।
একবার ভেবে দেখ শুধু…
পাওয়ার হিসাবে তুমি
কতটুকু পেলে…
তোমার সাজানো পৃথিবী জুড়ে
তোমারআপন সুখ, আপন ক্ষত
এখানে তুমি বড় একা
সাগরে নিঃসঙ্গ দ্বীপের মত…
—————-
সুর, সংগীত ও কণ্ঠঃ আইয়ুব বাচ্চু
কথাঃ লতিফুল ইসলাম শিবলী
এ্যালবাম: সময়(১৯৯৯)
Leave a Reply