আকাশ কাঁদে বাতাস কাঁদে
দুঃখটা বেড়ে যায়
সীমাহীন বিষাদে।।
আকাশ-বাতাস কাঁদে তাই অনিমিষে
তোমাকে তবুও খুঁজে যাই ভালোবেসে।
দিন আসে রাত আসে
আশাটাও ফিরে যায়
নিরাশার সব শেষে।।
ঘুড়ি উড়ে সুতো ছিঁড়ে
সব কিছু উড়ে যায়
বেহুলার পথ ধরে।
——————
সুর, সংগীত ও কণ্ঠঃ আইয়ুব বাচ্চু
কথাঃ নিয়াজ আহমেদ আংশু
এ্যালবাম: সময়(১৯৯৯)
Leave a Reply