আমি চৌদ্দপুরুষের ভুমিদাস
চৌদ্দপুরুষ ধরে করি চাষবাস
মহাজন যার সৎ ভাই চিরকাল
মহাকালে আমি এক সাক্ষী গোপাল
আমি চৌদ্দপুরুষের ভুমিদাস…।।
এক ফালি আকাশ আমার
এক ফালি ঘর
এক ফালি জমি আমার
আপন হয়েও পর
চৌদ্দপুরুষের স্বপ্নে আমার
ভেজা মাটির গন্ধ
দুঃখ বুকে শান্ত থাকে
চৌদ্দপুরুষ ধরে।
মুদি ঘরের হিসেব খাতায়
নাম সবার শেষে
কিসের এতো কান্নারে তোর
কে শুধায় ভালবেসে
চৌদ্দপুরুষের দেনায় ডুবে
এখন আমি ক্লান্ত
ভাগাভাগির যোগ বিয়োগে
চৌদ্দপুরুষ ধরে।
—————-
সুর, সংগীত ও কণ্ঠঃ আইয়ুব বাচ্চু
কথাঃ নিয়াজ আহমেদ আংশু
এ্যালবাম: সময়(১৯৯৯)
Leave a Reply