ট্রেন আসে চলে যায় ট্রেন
কোলাহল থেমে গেলে
তিনি বসে ভাবেন
ভেঙ্গে পড়া শীর্ণ আঙ্গুলে
গুনে গুনে বয়সের হিসেব রাখেন
জীবনের শেষ ট্রেন
তাকে নিয়ে যেতে
কত বাকি আর
মধুপুর স্টেশনের সবার প্রিয়
বড়বাবু মাস্টার।।
স্টেশনের ঝোলানো ঘণ্টা থেকে
ঢং ঢং যখন বাঁজে
ইদানিং তিনি বড় চমকে উঠেন
জীবনের এই ক্লান্ত সাঁঝে।
কত নিশুতি রাতে শূন্য প্লাটফর্মে
নিঃসঙ্গ করে স্মৃতি চারণ
বহুদূরে জ্বলে থাকা সিগন্যাল বাতি
তার হৃদয়ে তোলে আলোড়ন।
—————
সুর, সংগীত ও কণ্ঠঃ আইয়ুব বাচ্চু
কথাঃ লতিফুল ইসলাম শিবলী
এ্যালবাম: সময়(১৯৯৯)
Leave a Reply