শান্তির প্রতীকি একঝাঁক পায়রা
সীমানার কাছাকাছি উড়ে চলে যায়
অন্য একটি পথে করে অন্যায়
ভাগ্যের পরিহাসে কেউ নিরুপায়
উড়ে যায় চলে যায়
উড়ে চলে যায়
একঝাঁক পায়রা।
মেনে নেওয়া নিয়তির হাতে কেউ বন্দী
আড়ালে মানুষ গুলো এঁটে যায় ফন্দি
এলোমেলো ভাবসাব সবকটি পাখির
তাকায় না এদিকে দেখে না অসুখী আমি।
মুখ খানি ভার করে চলে যায় ওদিকে
যেদিকে সুখের ভারে নুয়ে পরে সকলে
ভাল লাগে এ আমার সুখী সবাই দেখতে
তাইতো বলি তাকে তাকাও না এদিকে।
——————
সুর, সংগীত ও কণ্ঠঃ আইয়ুব বাচ্চু
কথাঃ বাপ্পী খান
এ্যালবাম: সময়(১৯৯৯)
Leave a Reply