কি রঙের চাওয়া পাওয়া
কি রঙের মেলা মেশা
কি আবার চাইতে পারো
কিবা আর পেতে পার।।
যদি বা দেখতে পার; কিছুটা উদ্দিপনা
ম্রিয়মান মনে হয়; বিবর্ণ ভালবাসা
নিঃসন্তান পিতা,বন্ধ্যা মায়ের ব্যথা
ডাক্তার কবিরাজ; পীরের দোয়া
দিন মাস বছরে এসে চলে যাওয়া।।
শহরে বস্তি বাড়ে
ভূমিহীন বেড়ে যায় সবুজ গ্রামে
অনশন লেগে থাকে; রাজপথ লাগোয়া
প্রেমিকা রাখছে হাত অন্য শহরের হাতে।।
——————
সুর, সংগীত ও কণ্ঠঃ আইয়ুব বাচ্চু
কথাঃ বাপ্পী খান
এ্যালবাম: সময়(১৯৯৯)
Leave a Reply