জীবনের আল্পনা মুছে যায়
জীবনে তাই রং বদলায়
বেদনার তরী দূরে ভেসে যায়
তাই সুখ কভু স্বপ্ন নয়।
দুঃখ গুলো কর অলংকার
দেখবে দুঃখ নেই আর
হতাসার মাখা আঁধারাকে
নিয়ে আসো আলোতে।।
ভালবাসার নিঝুম প্রহরে
ছোঁয়ার আশায় অনাহারে
ক্লান্ত পথিক চেয়ে থাকে
সে কভু ভালবাসা পাবে
তাই সে জেগে থাকে।
মাঝি চলে যায় দূরে
নদী পরে রয় পিছে
মাঝি যেমন ফিরে আসে
সুখ দুঃখ যায় আসে
ভয়ে তুমি শেষ হয়ে যেওনা
নিরাশার ঘুমে হারিওনা
জেগে থাক দেখবে আশার আলো
চেয়ে থাক কেটে যাবে কালো।
——————
সুর, সংগীত ও কণ্ঠঃ আইয়ুব বাচ্চু
কথাঃ সুহান খান
এ্যালবাম: সময়(১৯৯৯)
Leave a Reply