বৃষ্টি একটানা বৃষ্টি
সরল বিশ্বাসে ঝরে যায়
বৃষ্টি একটানা বৃষ্টি
আমার নিঃশ্বাসে মিশে যায়
বৃষ্টি একটানা বৃষ্টি
কাদার উপর অভিমান ধুয়ে যায়
বৃষ্টি একটানা বৃষ্টি
এক বুক পিপাসা মিটে যায়
আনত নয়ন ছুয়ে কেঁদে যায়
বৃষ্টি একটানা বৃষ্টি
মায়ায় মাখা মুখ কারো মুখ সরে যায়
বৃষ্টি একটানা বৃষ্টি
কাছে দূরে কোথাও কেউ নেই
বৃষ্টি একটানা বৃষ্টি
মেনে নেব কিভাবে তুমি নেই
বৃষ্টি একটানা বৃষ্টি
আমার দুঃখ আজ ভিজবেই
বৃষ্টি একটানা বৃষ্টি
তুমি নেই বলে এই বুক ঝরবেই
————–
সুর, সংগীত ও কণ্ঠঃ আইয়ুব বাচ্চু
কথাঃ নিয়াজ আহমেদ আংশু
এ্যালবাম: সময়(১৯৯৯)
Leave a Reply