এই শহরের সরাইখানায়
আমি যাযাবর ভীনদেশী
ভাডাখাটা গিটার সঙ্গী আমার
আমি দুঃখের প্রতিবেশী
আমি ভাডাখাটা গিটারের ভারাটে প্রেমিক
প্রতিটি রাতে স্বপ্ন দেখি
একদিন সব আমারই হবে
আজ না হলেও কালতো ঠিকই।
সুখের বাজারে বিক্রি-বাটায়
স্বপ্ন বিলাই; বাক্স ভরা
কেউ না জানুক আমিতো জানি
আমার কিছু নেই; দুঃখ ছাড়া।।
আমার সুখের কান্না হাসি
মানুষ কাঁদায়; মানুষ হাসায়
মনের ভেতর মানুষ আমি
অনেক আগেই বাকীর খাতায়।।
—————
সুর, সংগীত ও কণ্ঠঃ আইয়ুব বাচ্চু
কথাঃ নিয়াজ আহমেদ আংশু
এ্যালবাম: সময়(১৯৯৯)
Leave a Reply