তুমি নও, তুমি নও,
আমার বেদনা আমি বুঝি,
নির্ঘুম হৃদয়ের বেদনা আর্তনাদ।।
জানালার এপাশে রাত জাগি আমি,
আর ওই পাশে রূপালী চাঁদ।।
নিরব নিথর এই শহরে
নেইকো জোনাক দীপাবলি
একাকী ক্ষত ছুঁয়ে চাঁদের কাছে
কান্নার গল্প আমি বলি।।
কোথায় জমানো আছে তোমার
আমার দেয়া স্মৃতির রুমাল
প্রথম ছোঁয়া রাত্রি শেষে
তোমার প্রথম সকাল।।
—————
সুর, সংগীত ও কণ্ঠঃ আইয়ুব বাচ্চু
কথাঃ লতিফুল ইসলাম শিবলী
এ্যালবাম: একা (১৯৯৯)
Leave a Reply