আমার কোন সীমান্ত নেই
নেই কোন সীমারেখা
আমার আছে শুধু
বিষাদের এক দীর্ঘরেখা।।
কষ্টের নীল স্রোত তাইতো সারাক্ষণ
ভেসে যায় আমি যে আজ প্রতিক্ষণ
পৃথিবীর কোথাও কেউ নাউ, কেউ নাই
আমি একা বড় একা।।
প্রাণের গভীরে কিছু নেই সঞ্চয়
যদি কিছু থেকে থাকে সব পরাজয়
এক আকাশ অশ্রু নিয়ে
নির্মম গুমরে থাকা।।
—————-
সুর, সংগীত ও কণ্ঠঃ আইয়ুব বাচ্চু
কথাঃ জাহিদ আকবর
এ্যালবাম: একা (১৯৯৯)
Leave a Reply