কালো মেঘে বৈশাখী ঝড়
বাদল দিনের বর্ষা অঝর
অনেক বাধা পেরিয়ে যখন
তোমার দেখা শুধু পাই।
আমি তখন সাতটি সুখে রংধনু হয়ে যাই।।
তুমি আস নতুন দিনের সবুজ পাতার মত
দুঃখ অভাব ক্লান্তি শেষে নবান্ন অবিরত
আমার চাওয়া হয়যে পাওয়া
কোন অভিযোগ নেই।
আমি তখন সাতটি সুখে রংধনু হয়ে যাই।।
তুমি যেন রূপকথারই গল্পে শোনা কেউ
পেরিয়ে এলে সাতটি সাগর ভয়াল নদীর ঢেউ
তোমার মাঝেই নিজেকে খুঁজি
তোমার মাঝেই হারাই।
আমি তখন সাতটি সুখে রংধনু হয়ে যাই।।
————
সুর, সংগীত ও কণ্ঠঃ আইয়ুব বাচ্চু
কথাঃ লতিফুল ইসলাম শিবলী
এ্যালবাম: একা (১৯৯৯)
Leave a Reply