আমি গানে গানে আসবো ফিরে গানে গানে
দোলাব হৃদয় তোমার
সময় অসময়ে বারেবারে
ক্ষণেক্ষণে প্রতিক্ষণে বেলা অবেলার আলিঙ্গনে
আমি থাকবো তোমার ঠিক সবখানে।।
ভোরের পাখি যখন গেয়ে যায় গান
আঁধার আলো হয়ে ফিরে পায় প্রাণ
দূর থেকে ভেসে আসা গাংচিল সুরে
আমি আছি যেন তুমি সব গান জুড়ে।
আদুরী সন্ধ্যা যখন জাগায় মনে শিহরণ
জড়াবে আমার গানগুলো
তোমায় সুরে প্রতিক্ষণ
সন্ধ্যা প্রাতে অস্ত আগে একাকী তোমায় ঘিরে
নিয়ে যাবো তোমাকে গানের চাদরে
তোমার শান্ত নীড়ে।
———————
সুর, সংগীত ও কণ্ঠঃ আইয়ুব বাচ্চু
কথাঃ তারা
এ্যালবাম: একা (১৯৯৯)
Leave a Reply