যখন তুমি পাশে থাকো
রোদেলা দুপুর হয়ে
আমায় তুমি নাও টেনে নাও
নদীর মত বয়ে
সুখের প্রতি ছোঁয়াতে
পাশাপাশি পথ চলাতে
অনুভবে আছ তুমি – হৃদয়ে।
চলে গেলে বুঝতে পারি
এসেছিলে তুমি।।
যখন তুমি কথা বল বলনা অনেক কিছু
তোমার ভাষা যায় ছুঁয়ে যায় দৃষ্টি পিছুপিছু
এমনই বেলা অবেলায় একাএকা পথ চলায়
সারাক্ষণ আছ তুমি – এ চোখে।
যখন তুমি ক্লান্ত হলে অনেক হসির পরে
আমার আঁধার কেটে যায় দুখের অবসরে
হৃদয়ের রঙে সবুজ আমাদের স্বপ্নগুলো
অনুভবে মিশে আছে এ বুকে।
——————
সুর, সংগীত ও কণ্ঠঃ আইয়ুব বাচ্চু
কথাঃ লতিফুল ইসলাম শিবলী
এ্যালবাম: একা (১৯৯৯)
Leave a Reply