https://www.youtube.com/watch?v=DRKAKfwjADo
বেদনার রং কি বলো
চোখের ই রং কি জানো
জানি যে বল্ বে
নীলাকাশের মেঘটা কালো
সে মেঘের ই ছায়ায়
আমি এক প্রেমী অসহায়
পর্বতের চুড়া থেকে
যে চিল উড়ে যায়
তারই মাঝে আমি যে বিলীন
তোমারই সত্তায় এভাবেই মিশে যাব
আমাকে ভেঙ্গেচুড়ে
নিজের আদল্ টাকে হারাবো
তবুও আমার হাসিটা পাবে
তোমার মত
সাগরের ও গভীরেতে
মুক্তো শিকারের আশায়
যে শিকারী বাজী ধরে জীবনে
মণিমুক্তো সে রত্ন
এক নিঃশ্বাসে তুলে নেবো
দ্বিধা ভুলে তোমাকে
প্রেমেরই মুকুট পড়াবো
আকাশে আজ দেখো
বাতাসের আল্পনা কত শত
——————
ব্যাণ্ডঃ ডিফারেন্ট টাচ
অ্যালবামঃ প্রশ্ন
বছরঃ ১৯৯৪
Leave a Reply