কিছু বুঝে নেয়ার আগে এ মন ভেঙে দিলে
একাকী করে এই আমাকে তুমি চলে গেলে
স্বপ্নগুলো সব এলোমেলো করে
তুমি কোথায় হারালে
ভালোবাসাগুলো কষ্ট হয়ে জেগে থাকে এ\’চোখে
অগোছালো এ\’হৃদয়ে স্মৃতিগুলো ভাসে…
দূরে থেকেও তুমি স্বপ্নময় মলিন কালো দুঃখে
তাইতো খুঁজি তোমাকে আবেগ ভরা সুখে…
—————
কণ্ঠ: এস আই টুটুল
সুর : আইয়ুব বাচ্চু
Leave a Reply