এই নদী জল কোলাহল
অভিমান কালো কাজল
দু\’চোখে ডুবিয়ে
একা কোথাও
এই নদী জল ছুঁয়ে দূরে কোথাও তুমি একা, আমি নেই
অথচ আমি আছি দূরে কোথাও বসে একা, তুমি নেই
এই নীল আকাশ এলোচুল
অগোচরে কারো ভুল
এখনো কখনো
কেঁদে যায়
এই যে নিঝুম প্রকৃতি
দুজনের _______
কী ভেবে দুঃখটা
ফিরে যায়
================
কণ্ঠ : ঝলক
সুর : আইয়ুব বাচ্চু
Leave a Reply