শুন্য করে গেলে আমায় হৃদয় ভেঙে দিয়ে
স্বপ্নভরা দু\’চোখ আমার অন্ধ করে গেলে
কিছুই তো নেই অবশেষ, হারানোর ভয় কি আজ…
আমি চাইনা তোমার প্রেম, আমি চাইনা তোমাকে…
স্মৃতির ধূলোয় ওড়ে তোমার স্মৃতি ভুলেও ভাবিনি
হারানো বিকেলের গল্পগুলি ভুলতে চেয়েছি
ক্ষয়ে যাওয়া সেই ক্ষণগুলোর প্রয়োজন বল কি আজ…
নিবিড় আলিঙ্গনে কিসের ব্যাঘাত একটুও বুঝিনি
সুখের আকাশটা দুঃখের বরষা হবে ভাবিনি
চাওয়া পাওয়ার হিসেবগুলোর প্রয়োজন বলো কি আজ…
————————
কণ্ঠ – পার্থ বড়ুয়া
সুর – প্রিন্স মাহমুদ
Leave a Reply