বড় অবেলায় পেলাম তোমায়
কেন এখনি যাবে হারিয়ে
কি করে বলো রব একলা
ফিরে দেখো আছি দাঁড়িয়ে
কেন হঠাত তুমি এলে
কেন নয় তবে পুরোটা জুড়ে
আজ পেয়েও হারানো যায় না মানা
বাঁচার মানেটা রয়ে যাবে দূরে
শুনছো কি তুমি আমাকে
ছিলে আমার হয়ে পুরোটাই
যাবে কোথায় রেখে আমায়
এ পথ চলায় তোমাকেই চাই
তোমাকে ভেবে পৃথিবী আমার
অদেখা তবু এঁকে যাই
আমার ভেতর শুধু তুমি
আর তো কিছু পায়নি ঠাঁই
—————-
শিল্পীঃ তাহসান
নীলপরী নিলাঞ্জনা
Leave a Reply