http://www.youtube.com/watch?v=IOe7FVpZekg
ও ঝরা পাতা- ও ঝরা পাতাগো
তোমার সাথে আমার রাত পোহানো কথা গো
তোমার সাথে আমার দিন কাটানো কথা…
হলুদ পাতার বুকে দিলো
সবুজ পাতা চুম্। আর…
শুকনো পাতা নূপুর পায়ে
রুমঝুম… রুমঝুম… রুমঝুম।
একটা পাতার ইচ্ছে হলো
আকাশটাকে ছোঁবে,
পাখির সাথে মেললো ডানা-
সূর্য উঠলো পূবে।
আগুনরাঙা সূর্যটার কুসুমরঙা আলোয়,
পাখিটারে পাতার আজকে-
লাগলো ভীষণ ভালো।
ও ঝরা পাতা…
পাতায় পাতায় কাব্য গাঁথা-
পাতায় লেখা গান।
শিরায় শিরায় স্বপ্ন আমার,
ভীষণ অভিমান।
কোন ছোবলে স্বপ্ন আমার হলো সাদাকালো ?
আমার বসত অন্ধকারে-
তোরা থাকিস ভালো।
—————————————
কথা ও সুর: রাহুল আনন্দ
ব্যাণ্ড: জলের গান
অ্যালবাম: অতল জলের গান
anowar hossain
বালিকার নরম চড়
-মোঃ আনোয়ার হোসেন
তোমাকে আড়াল থেকে দেখি বলে
কত বার বকেছ কত কথা কয়েছ।
ফর্সা হাতে নরম চড় খেয়েছি কতবার
সে কথা ভূলে যাই বারবার একাধার।
আমি সুখী হবো প্রতিদিন খেতে পারি
যদি চড় তোমায় হাতে সাত বার।
তবু তো আমার এ অধম নরম গাল
চড় খেয়ে ভালোবাসা খুঁজে বারেবার।
তোমার নরম হাতের চড় খেয়ে ধন্য হব
যদি তুমি নরম হাতে চড় মারতে পার একবার।
পাড়ায় পাড়ায় বলে বেড়াবো আমি
নরম হাতের চড় খেয়েছি কতবার।
দ্যাখো, তোমার গাল থেকে গন্ধ ভেসে আসছে
আমি গর্ব করে বলতে পারি নরম হাতে চড় খেয়েছি