নগরীর নোনা ধরা দেয়ালে
কাঁচপোকা সারি সারি
নির্বাণ, নির্বাণ ডেকে যায়।
কিছু ভুল রঙের ফুল
ফুটে আছে রাজপথে
কিছু মিথ্যে কথার রঙ
আমাদের হৃদয়ে।
এখনো এখানে, নিরবে দাঁড়িয়ে
অগণিত প্রতিশোধ, জাগে আত্মার ভেতরে
কিছু মাতাল হাওয়ার দল
শোনে ঝোড়ো সময়ের গান
এখানে শুরু হোক রোজকার রূপকথা।
কিছু বিষাদগ্রস্থ দিন
ছিলো প্রেমিকার চোখে জমা
আলো নেই, রোদ নেই
কিছু বিপন্ন বিস্ময়
ক্ষমাহীন প্রান্তর জুড়ে
আমাদের বেঁচে থাকা।
————-
মেঘদল
অ্যালবামঃ শহরবন্দিত
কথা/সুর – শিবু কুমার শীল
Leave a Reply