দূর পৃথিবীর গল্প শুনো
ছায়ার মতো কিছু স্বপ্নএখনো
দূরে দূরে চলে যাই
ঠিকানা খুঁজে বেড়াই
ঘোর লাগা কিছু সন্ধ্যা আর ব্যর্থ যত স্বপ্নতে রঙিন
শুনে যাও, শুনতে কি চাও
আমাদের যত পরাজয় রাত্রি দিন
অন্ধকারে, অন্ধ নদী
ছুটে চলে নিরবধি
তবু গল্প লিখে যাওয়া, তবু স্বপ্ন স্বপন খেলা
তবু নদীর মতো চলি, সারাবেলা
তবু নদীর মতো চলি, সারাবেলা
————
মেঘদল
অ্যালবামঃ শহরবন্দী
Leave a Reply