আমার প্রেমের তরী বইয়া চলে
প্রেমের বৈঠা ধইরা
যারে নাইয়া যে দিক খুশি
পিরীতের পাল তুইলা
আমার মন মানষী বইসা আছে
প্রেমের বৈঠা ধইরা
যারে নাইয়া, যেদিক খুশি
পিরীতের পাল তুইলা
বাঁশরীয়া ছাড়া বাঁশি
সুর ধরে না
তুমি আমার মনের বাঁশি
আমি বাঁশরীয়া
ঐ না আকাশ কুলে যেমন
মেঘ উইড়া যায়
তেমনি তোমার মন পিঞ্জরায়
দুলাইয়ো আমায়
——————
ফেরদৌস ওয়াহিদ
Leave a Reply