যাক না উড়ে, যাক না উড়ে
যদি বনের পাখি, যদি বনের পাখি
পোষ না মানে, মনেরই ঘরে
যাক না উড়ে, যাক না উড়ে
তবু তারে রাখিস ধরে
হৃদয় জুড়ে যতনকরে
পাখি তোরেই বাসবে ভালো
আসবে ফিরে আসবে ফিরে
কাছে থাকলে বুঝবি কিরে
ওরে অবুঝ মন
এক দূরবীন দূরে গেলে
চিনবি আপনজন
মায়ার জালে ঘুরবি মিছে
একা হবি যখন
এক আসমান উড়ে যাবে
মেঘলা রংঙের মন
———————-
মিলন মাহমুদ
Leave a Reply