বয়স তোমার শৈশব ছেলে
সুন্দর এই সকাল
ধুলোয় তোমার বালুর রাজ্য
ভুল শব্দ গান।
পকেটে তোমার ভাংতি পয়সা
মনের ইচ্ছা লজেন্স
তোমার জীবন মিষ্টি বড়
স্বপ্ন আজব দেশ।
বয়স তোমার কৈশর ছেলে
ছায়া তোমার বিকাল
আকাশ তোমার ঘুড়ির রাজ্য
চেনা সুর গান।
পাঁচ তোমার ছেঁড়া টাকা
হাফ প্লেট ঝাল।
তোমার জীবন টকে ভরা
চিঠি নীল লাল।
তোমার সাথে বালুর রাজ্য
তোমার সাথে ঘুড়ি
তোমার সাথে চেনা সুর
তোমার সাথে চিঠি
তোমার কাছে গল্প বলা
তোমার কাছেই শুনি
তোমায় নিয়ে লেখা গানে
ফিরে ফিরে আসি।
বয়স তোমার যৌবন ছেলে
গভীর তোমার রাত
অচেনা তোমার রাজ্য
অর্থহীন গান।
দু\’ হাত তোমার তোমার ভীষণ খালি
নোনতা বিস্কুট চা
তোমার জীবন এলোমেলো
মিথ্যে আশায় গড়া।
তোমার সাথে বালুর রাজ্য
তোমার সাথে ঘুড়ি
তোমার সাথে চেনা সুর
তোমার সাথে চিঠি
তোমার কাছে গল্প বলা
তোমার কাছেই শুনি
তোমায় নিয়ে লেখা গান
ফিরে ফিরে আসি।
তোমায় আমি চিনি ছেলে
অনেকে দিনের চেনা
তোমার সাথে শেষ রাত্রি
আর হবে না দেখা।
———————-
অর্থহীন
নাবিদ হাসান
গানটা কোন আ্যলবামে পাবো বা এর ডাউনলোড লিংক যদি জানাতে পারেন তবে বেশ উপকার হয়।
নাবিদ হাসান
http://doridro.net/download/Band/%5BAlt.Metal%20Mixed%20Albums%5D/Lokayot/Boyosh%20-%20Aurthohin.mp3.html