তোমার চোখের আঙ্গিনায় এখনো কি তেমনি করে জোছনা ছড়ায় আলো
এখনো কি তারার পানে চেয়ে থাকো আনমনে
তুমি কি আমায় আগের মতো বাসো ভালো
এখনো কি আকাশে মেঘ দেখে জানালা খুলে তেমনি থাকো বসে
এখনো কি প্রথম প্রেমের মতো পরশ বুলায় বৃস্টিধারা এসে
তোমার দীঘল চুলে এখনো কি ছবি আঁকে মেঘের যত কালো
তুমি কি আমায় আগের মতো বাসো ভালো
এখনো কি পুরনো চিঠি পড়ে নয়ন ভেজাও নিরব অভিমানে
এখনো কি বিকেলের রোদ এসে গল্প বলে তোমার কানে কানে
সন্ধ্যা নেমে এলে এখনো কি তেমনি করে সাঁঝের প্রদীপ জ্বালো
তুমি কি আমায় আগের মতো বাসো ভালো
——————
স্টীলার, লিটন
এন্ড্রু অসীম
ধন্যবাদ দিচ্ছি evergreenbanglaসীটকে এই গানটা দেয়ার জন্য। সত্যি, গান খুব ভাললাগে আমার। ধন্যবাদ লিটন ভাইকেও। ভাইয়া, আমি কিন্তু ডুলহাজারার মালুমঘাটের। স্টীলারের সংগে যোগাযোগের কোন নম্বর থাকলে Plez, Brothers send it. Hope to see you @ any program in Dulhazara soon.
sadiq
অনেক thanks………………………… i love this song most…