ওই রাত ঘুমালো, ওই চাঁদ ঘুমালো
নিভে গেছে একে একে সব আলো
আমি জেগে আছি একা,
ঘুম নেই চোখে, ঘুম নেই চোখে।
এ জীবন আমার এলোমেলো।
নিশ্চুপ রাত কাটে একা নীরবে,
অসহ্য কষ্টে ঝড় উঠে বুকে
দুঃখ গড়িয়ে পড়ে শুধু দুচোখ বেয়ে
আসে নাতো ঘুম, শুধু যায় ফাঁকি দিয়ে।
আমি জেগে আছি একা,
ঘুম নেই চোখে, ঘুম নেই চোখে।
এ জীবন আমার এলোমেলো।
ফুরাবে রাত জানি আলো আসবে,
নিঝুম স্বপ্নেরা ফিরে যাবে নীড়ে
ঘুম ভেঙে ব্যস্ততা জেগে উঠবে,
শুধু দুঃখ আমার কাছে আসে বারে বারে।
আমি জেগে আছি একা,
ঘুম নেই চোখে, ঘুম নেই চোখে।
এ জীবন আমার এলোমেলো।
——————
আইয়ুব বাচ্চু
Leave a Reply