তুমি শুধু তুমি নও আরো যে কত কী
ফাগুনের ফুল তুমি চাঁদনী রাতি
তুমি বিনে এ ভুবনে আমি একাকী
কী করে বোঝাই বলো কি নামে ডাকি
তুমি শুধু তুমি নও আরো যে কত কী
ফাগুনের ফুল তুমি চাঁদনী রাতি
দিবসের সূর্য তুমি
তোমাকে নিয়ে তাই স্বপ্ন বুনি
তুমি দিলে যে উপহার
কিছুতে তুলনা হয় না তোমার
কত রঙ্গে রাঙানো ওই দুটি আঁখি
কী করে বোঝাই বলো কি নামে ডাকি
তুমি শুধু তুমি নও আরো যে কত কী
ফাগুনের ফুল তুমি চাঁদনী রাতি
কবিতার ছন্দ তুমি
শব্দের মালা গেঁথে ভাষাতে ভুনি
মিলনের সুখ যে তুমি
সে সুখে ধরে রেখো চিরদিনই
শত বাঁধায় আমি যেন তোমারই থাকি
কী করে বোঝাই বলো কি নামে ডাকি
তুমি শুধু তুমি নও আরো যে কত কী
ফাগুনের ফুল তুমি চাঁদনী রাতি
তুমি শুধু তুমি নও আরো যে কত কী
ফাগুনের ফুল তুমি চাঁদনী রাতি
তুমি বিনে এ ভুবনে আমি একাকী
কী করে বোঝাই বলো কি নামে ডাকি
————————
কথা : কাজী ফারুক বাবুল
শিল্পী: ইমতিয়াজ বাবু
অ্যালবাম: তুমি আমার ভালোবাসা
সৌজন্যেঃ নিরব পথিক
নিরব পথিক
তুমি শুধু তুমি নও আরো যে কত কি
ফাগুনের ফুল তুমি চাঁদনী রাতি
তুমি বিনে এ ভুবনে আমি একাকী
কি করে বোঝাই বলো কি নামে ডাকি
তুমি শুধু তুমি নও আরো যে কত কি
ফাগুনের ফুল তুমি চাঁদনী রাতি
দিবসের সূর্য তুমি
তোমাকে নিয়ে তাই স্বপ্ন বুনি
তুমি দিলে যে উপহার
কিছুতে তুলনা হয় না তোমার
কত রঙ্গে রাঙানো ওই দুটি আঁখি
কি করে বোঝাই বলো কি নামে ডাকি
তুমি শুধু তুমি নও আরো যে কত কি
ফাগুনের ফুল তুমি চাঁদনী রাতি
কবিতার ছন্দ তুমি
শব্দের মালা গেঁথে ভাষাতে ভুনি
মিলনের সুখ যে তুমি
সে সুখে ধরে রেখো চিরদিনই
শত বাঁধায় আমি যেন তোমারই থাকি
কি করে বোঝাই বলো কি নামে ডাকি
তুমি শুধু তুমি নও আরো যে কত কি
ফাগুনের ফুল তুমি চাঁদনী রাতি
তুমি শুধু তুমি নও আরো যে কত কি
ফাগুনের ফুল তুমি চাঁদনী রাতি
তুমি বিনে এ ভুবনে আমি একাকী
কি করে বোঝাই বলো কি নামে ডাকি
গান: তুমি শুধু তুমি নও
শিল্পী: আদনান বাবু
অ্যালবাম: রং নাম্বার
ইউটিউবের ভিডিও: http://www.youtube.com/watch?v=rUtvPaIABy8
Bangla Lyrics
কি বলে যে আপনাকে ধন্যবাদ দেব!
ব্যক্তিগত ভাবে গানটা আমাদের এক এডমিনের খুবই প্রিয়, কিন্তু সময় করে লিখতে পারলো না।
আপনি গানটা সম্পূর্ণ করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
ইয়াছিন
mp3 ডাউনলোড লিংকটা কি দেওয়া যাবে?
Hasan
অ্যালবাম: তুমি আমার ভালোবাসা
‘রং নাম্বার’ ছিল আদনান বাবু’র অ্যালবাম।
Bangla Library
ধন্যবাদ, এডিট করে দেয়া হল।
ইয়াছিন
এই গানটার mp3 ডাউনলোড লিংকটা কি দেওয়া যাবে?
সুজয় ঘোষ লিটন
নস্টালজিক প্রান ছুঁয়ে গেলো