অভিমান না করিনি
অনুযোগ কিছুই করিনি
আনুরোধ শুধু যে তোমায়
যন্ত্রনা আর দিওনা
আজ আমার আকাশ মেঘে ডাকা
বিশীতল দুচোখ একেলা
মিলনের মোহনায় বুঝি আর দেখা হবেনা
আবেগের নদী স্রোতহীনা
বুকে তাই ধূসর বেদনা
স্মরণের আঙ্গিনায় স্মৃতি আর ফিরে আসেনা
———————-
শিল্পীঃ পার্থ বড়ুয়া
ব্যান্ডঃ সোলস
Leave a Reply