কি করে বললে তুমি
তোমাকে হঠাত করে ভূলে যেতে,
কি করে ভাবলে তুমি
আমাদের এতদিনের সবি ছিল পাগলামি।
তোমাকে ভেসেছিলাম ভালো
সেই ভাবনায় থাকত পড়ে মন
তোমাকে বোঝার সময় গেছে কখন
বুঝিনি আগে।
আজ হেয়ালী সর্বনাশের,
স্বপ্নলীপি ছিড়ে গেছে
আজ যদি সব বল মিছে
তোমার কথা মানবোবা আমি
তোমাকে ভেসেছিলাম ভালো
সেই ভাবনায়, থাকত পড়ে মন
তোমাকে বোঝার সময় গেছে কখন
বুঝিনি আগে।
——————
শিল্পীঃ আইয়ুব বাচ্চু
ব্যান্ডঃ এলআরবি
Leave a Reply