আকশনীলা তুমি বল কিভাবে
আমার শূন্য মনে সুখ ছড়াবে
এমন করে কি তবে ভেবেছ আগে
ভালবাসা দিয়ে শুধু ভুল ভাংগাবে
কথা দাও কথা দাও কথা দাও বুঝবে আমায়
কথা দাও কথা দাও আজীবন আমারি রবে
খুজতে যদি আজ খুজতে বুঝতে ,
তবে এমন বুঝতে
জীবনে কত দুঃখ লুকানো
তুমি তা জানতে চেয়েওনা কত সে নির্মম বেদনা
কথা দাও কথা দাও কথা দাও বুঝবে আমায়
কথা দাও কথা দাও আজীবন আমারি রবে
জানতে যদি একটু জানতে
কি খত বুকে আমার মানতে
লুকানো ব্যাথা হাসির আড়ালে
তুমি তা জানতে চেয়েও না
কত সে নির্মম বেদনা
——————
শিল্পীঃ খালিদ
ব্যান্ডঃ চাইম
Palash
Not Bad
Awarapan Neel
nice