ঝিকঝিক ঝিকঝিক
সারি বেঁধে রেলগাড়ি ছুটেছে
জনপদ লোকালয়
জংশন প্রতিধ্বনি উঠেছে
দুর দুর আরো দুর
আমার সীমায় ঘোরা গাঁয়
রেলগাড়ি পিছু ফেলে মন যে আমার
ছুটে যায়
ঐ তো মনে কথা
রাতের নিরবতা
বাউলের একতারা আমায়
হারানো স্মৃতি মোর
স্বপ্নে রঙিন বাসর
ছোট্ট নদীর কিনারায়
ছুট ছুট কত ছুট
দল বেধে রেলগাড়ি বানিয়ে
দুষ্টু ছেলের দল
কখন যেতাম কোথা হারিয়ে
দুর দুর কত দুর
শিল্পীর ছাবি আঁকা গাঁয়
রেলগাড়ি পিছু ফেলে মন যে আমার
ছুটে যায়
চুপ চুপ নিশ্চুপ
চুমকিরা সব সখি দাড়িয়ে
ননীর দিঘীর জল
ভাঙছে রাঙা হাত বাড়িয়ে
যেই না ছুড়েছি ঢিল
সব সখি পালাই পালাই
রিনিঝিনি বেজি ওঠে
জড়িয়ে থাকা মল পায়
ঐ তো মনে কথা
রাতের নিরবতা
বাউলের একতারা আমায়
হারানো স্মৃতি মোর
স্বপ্নে রঙিন বাসর
ছোট্ট নদীর কিনারায়
মনে যে বড় যেতে চায়
——————–
ব্যান্ড – নোভা
এ্যলবাম – স্কুল পলাতক মেয়ে
Leave a Reply