যেই মানুষটি হারিয়ে যায়
বের করা যায় তাকে খুঁজে
যেই মানুষটি পালিয়ে রয়
বের করা যায় না তাকে খুঁজে
তুমি আমার ভালোবাসা নিয়ে হারিয়ে যাওনি
পালিয়ে গেছো
তোমায় কি করে খুঁজে পাবো বলো
একবার বার বলো
যেই মানুষটি ঘুমিয়ে রয়
তুলে দেয়া যায় তাকে ডেকে
যেই মানুষটি করে অভিনয়
তুলে দেয়া যায় না তাকে ডেকে
তুমি আমার ভালোবাসা নিয়ে ঘুমিয়ে যাওনি
অভিনয় করে গেছো
তোমায় কি করে ডেকে তুলি বলো
একবার বলো
——————–
আইয়ুব বাচ্চু
Leave a Reply