http://www.youtube.com/watch?v=xRZgffD_i0E
চোখের জলে বাঁধলে তারে
যায় কি ভোলা হায়
অচিনপুরের অচিনপাখি উড়াল দিয়া যায়
মাটির দেহ মাটি হবে
মাটির বিছানায়
আরশিনগর কোথায় কেমন
রইল অজানাই
তাই আজব গলির আজব বাড়ি
আজব বাসিন্দা
তাই আজব পাখির আজব খাঁচা
আজব রঙ্গিলা রে
আজব রঙ্গিলা
আমি কেন লালন হইলাম না
আমি কেন যোগী হইলাম না
আমি কেন রবী হইলাম না রে বন্ধু
আমি কেন দুখু হইলাম না
কে বা কারে রাখে মনে দুখের ও দিনে রে হায়
সুখের তরী দিলো পাড়ি বলো ক’জনায়
বিরহেরো অনলেতে পুড়িয়া অন্তর ও রে
হারাইলাম আপন ঠিকানা স্বপ্ন বাসর
তাই জটিল মনের জটিল পাশা
জটিল মন্দিরা
তাই জটিল দেবীর জটিল ভাষা
জটিল রঙ্গিলারে জটিল রঙ্গিলা
চোখের জলে বাঁধলে তাহারে
চোখের জলে বাঁধলে তারে
যায় কি ভোলা হায়
অচিনপুরের অচিনপাখি উড়াল দিয়া যায়
মাটির দেহ মাটি হবে
মাটির বিছানায়
আরশিনগর কোথায় কেমন
রইল অজানাই
তাই আজব গলির আজব বাড়ি
আজব বাসিন্দা
তাই আজব পাখির আজব খাঁচা
আজব রঙ্গিলা রে
আজব রঙ্গিলা
আমি কেন পাথর হইলাম না
আমি কেন গণক হইলাম না
আমি কেন গয়াল হইলাম না রে বন্ধু
আমি কেন বাউল হইলাম না
———————–
কথা: তরুন
সুর: তরুন
কন্ঠ: তরুন
ব্যাণ্ড: দ্যা ট্র্যাপ
অ্যালবাম: ঠিকানা
Fiza
odvut shundor ekti gaan…