পদ্মার পাড়ে
ঝিনুক শামুকের খেলায়
তোরা দেখবি কে কে আয়
ঠিক তারই ওপারে
দালান সারি সারি
ঐ যে দেখা যায়
বালুচরের মেলায়
মৃদু হাওয়া দোলায়
ভরে গেছে কখন এ জীবন
বটের ছায়ায় আসন পেতে
বাউল সুরে গান
গাঁয়ের মেয়ে কলসি কাখে
জুড়ায় না কার প্রাণ
বালুচরের মেলায়
মৃদু হাওয়া দোলায়
ভরে গেছে কখন এ জীবন
ঐ পাড়ে সব ছুটছে যেন
কলের গাড়ির মত
ব্যস্ততা আর কোলাহলে
হারায় যে মন কত
বালুচরের মেলায়
মৃদু হাওয়া দোলায়
ভরে গেছে কখন এ জীবন
পদ্মার পাড়ে
—————–
ব্যান্ড – নোভা
এ্যলবাম – রাজাকারের তালিকা চাই
Leave a Reply