তুমি বরুনা হলে হবো আমি সুনীল
তুমি আকাশ হলে হবো শংখচীল
তুমি নদী হলে হবো আমি জল
তুমি শ্রাবণ হলে হবো শ্রাবণ ঢল
তুমি পাহাড় হলে আমি সবুজ
তুমি শাসন করলে হবো আমি অবুঝ
তুমি অরণ্য হও হবো পাখি
তুমি অশ্রজল হলে হয়ে যাবো আঁখি।।
তুমি জীবন হলে হয়ে যাবো আমি প্রেম
তুমি নকশি কাঁথা হলে হবো কারু হেম।।
নারে না না না।।।
তুমি রাত্রি হলে হবো নিরবতা
তুমি দুঃখ পেলে হবো তারই ব্যাথা
তুমি প্রকৃতি হলে হবো তারই ছবি
তুমি কবিতা হলে হবো তার কবি
তুমি জীবন হলে হয়ে যাবো আমি প্রেম
তুমি নকশি কাঁথা হলে হবো কারু হে।।
নারে না না না।।।
———————-
আর্টিস্টঃ মাহদি
অ্যালবামঃ বন্দনা
LESARWAR
Really its very very good.
Shiblee Mehdi
Very nice song really…
But which is correct for this line?
তুমি নকশি কাঁথা হলে হবো কারু হেম।।
OR
তুমি নকশি কাঁথা হলে হবো কারু হে।।
Andrew Ashim
Thnx for the. But why don’t post the name of the writer. I like to thank him.