সে যে বসে আছে একা একা
রঙিন স্বপ্ন তার বুনতে
সে যে চেয়ে আছে ভরা চোখে
জানালার ফাঁকে মেঘ ধরতে
সে যে বসে আছে একা একা
রঙিন স্বপ্ন তার বুনতে
সে যে চেয়ে আছে ভরা চোখে
জানালার ফাঁকে মেঘ ধরতে
তার গুন গুন মনের গান বাতাসে উড়ে
কান পাত মনে পাবে শুনতে
তার রঙের তুলির নাচে মেঘেরা ছুটে
চোখ মেল যদি পার বুঝতে
তার গুন গুন মনের গান বাতাসে উড়ে
কান পাত মনে পাবে শুনতে
তার রঙের তুলির নাচে মেঘেরা ছুটে
চোখ মেল যদি পার বুঝতে
সে যে বসে আছে একা একা
তার স্বপ্নের কারখানা চলেছে
আর বুড়ো বুড়ো মেঘেদের দল বৃষ্টি নামার তাল গুনছে
সে যে বসে আছে একা একা
তার স্বপ্নের কারখানা চলেছে
আর বুড়ো বুড়ো মেঘেদের দল বৃষ্টি নামার তাল গুনছে
সেই গুন গুন মনের গান বৃষ্টি নামায় টপ টপ টপ ফোটা পড়ে অনেক ক্ষণ
সেই বৃষ্টি ভেজা মনে ডাক দিয়েছে ভেজা কাক হয়ে থাক আমার মন
সেই গুন গুন মনের গান বৃষ্টি নামায় টপ টপ টপ ফোটা পড়ে অনেক ক্ষণ
সেই বৃষ্টি ভেজা মনে ডাক দিয়েছে ভেজা কাক হয়ে থাক আমার মন
সে যে বসে আছে … সে যে বসে আছে
সে যে বসে আছে … সে যে বসে আছে
——————–
অর্ণব চৌধুরী
Fiza
awesome song..
Khurshid Hasan Kollol
গানের কথা গুলো অনেক সুন্দর 🙂
Sankardebnath Debnath
boka
Kalomegh Sarkar
সুন্দর মন ছুয়ে যায় ।.
সৌরভ
সে যে বসে আছে একা একা,
আমি চেয়ে আছি বোকা বোকা।
Raihan Amin Roy
টপ টপ ২বার হবে…….
Saswata Sarkar
ekdum thik bolecho 🙂
Nusrat Binte Alam
ভালো
Md ashraful haque
আমিও আপনার সাথে একমত
Hassan Atik
সে যে বসে আছে একা একা.
তার স্বপ্নের কারখানা চলেছে.
আর বুড়ো বুড়ো মেঘেদের দল বৃষ্টি নামার তাল গুনছে.
সে যে বসে আছে একা একা.
তার স্বপ্নের কারখানা চলেছে.