আমি জানিনা তুমি কেমন আছ
আমি জানিনা কত দূরে আছ
কি করে ভুলে আছ আমাকে
ধীরে ধীরে কেন তুমি হারিয়ে গেছ
কেন তুমি আমাকে একা করে দিয়ে গেলে আজ
জানিনা আমার কতটুকু ছিল অপরাধ
কিছুই না জেনে কিছুই না বুঝে চলে গেছ
কি করে ভুলে আছ আমাকে
ধীরে ধীরে কেন তুমি হারিয়ে গেছ
ভেবে ভেবে তোমাকে সারাক্ষণ কেটে যায় আমার
মাঝে মাঝে ভাবি আমি এই বুঝি তুমি এলে আবার
কিছুই না জেনে কিছুই না বুঝে চলে গেছ
কি করে ভুলে আছ আমাকে
ধীরে ধীরে কেন তুমি হারিয়ে গেছ
————————–
এল আর বি, এস আই টুটুল,
Leave a Reply