আমার রূপকথা নেই
আমার শুকসারি নেই
ঝাড়বাতি জ্বালানো
সাজানো সাজঘর নেই
শুধু একটা গীটার
আর একটা তুমি ছাড়া
আমার আর কিছু নেই
তোমাকে ভেবে ভেবে
আমার হাতের গীটার
কেঁদেছে কত রাত
একাকী কত দুপুরে
?
কেটেছে কত দিন
পৃথিবীর অলিগলি
দেয়ালে আছে লেখা
আমার অনেক কথা
জেনে নিও তুমি গোপনে
পাহাড়ের কাছ থেকে
নীরবে চোখ চেয়ে চেয়ে
——————–
এল আর বি, এস আই টুটুল
Leave a Reply