অবাক হৃদয় নিয়ে
থমকে আছি আমি
অনন্ত বিরহ তীরে
ফেরারী ছায়া পড়েছে
সাজানো স্বপ্ন জুড়ে
অসময়ে শুনি আমি
সময়ের দীর্ঘ নিঃশ্বাস
বাঁধ ভাঙা ভালোবাসা ভেঙে গেছে
তিলে তিলে গড়া সব বিশ্বাস
এক বুক তৃষ্ণা নিয়ে জানি আমার
বসবাস বিষন্ন প্রান্তরে
বহুদূরে ভেসে গেছে
বিশ্বাস ভরা উল্লাস
ফেলে আসা সব স্মৃতি রেখে গেছে
বিরহ মেঘে ঢাকা আকাশ
ঘুমহারা দৃষ্টি নিয়ে আবারো (?) আমার
জোসনা হারিয়ে গেছে ভোরে
——————–
আইয়ুব বাচ্চু
Leave a Reply