সন্ধ্যে হলে ঘরে ফিরে এসে
ধূলোয় মলিন আর ক্লান্ত দেহে
সাঁঝের আকাশটার রক্তিম মুখ
দেখবে দাড়িয়ে রাখাল ছেলে
ও রাখাল ছেলে রাখাল ছেলে
একটু দাড়াও
তোমার না বলা কথা বলে যাও
ভাই বোন আপন কেউ নাই আমার
ছোট্ট কুটির মাটির বাসন
সঙ্গী সাথি আর
বাঁশের বাঁশি বিষের জ্বালা
দুঃখ আমার গলার মালা
তুমি শুনবে কি গো তাও
তুমি একটু ফিরে চাও
দুপুরের খর রোদে জ্বলে মোর গা
ঘরে ফেরা পথিকেরা শুধু ফিরে চায়
গাঁথবো সেদিন সুখের মালা
আসবে জীবন সাঁঝের বেলা
কবে আমায় বলে যাও
আমার শেকল ভেঙ্গে দাও
সন্ধ্যে হলে ঘরে ফিরে এসে
ধূলোয় মলিন আর ক্লান্ত দেহে
সাঁঝের আকাশটার রক্তিম মুখ
দেখবে দাড়িয়ে রাখাল ছেলে
ও রাখাল ছেলে রাখাল ছেলে
একটু দাড়াও
তোমার না বলা কথা বলে যাও
————————-
ব্যান্ড – নোভা
এলবাম – আহ্বান
Leave a Reply