আমার পথ চলা আমার পথে
যেন বেলা শেষে আকাশ কার মোহে
আমার স্বপ্ন আমার সাথে যেন স্বপ্নে ফেরে
আসে স্বপ্ন হয়ে
খুজে পায় জীবনের তীর, জীবনকে কোন স্বপ্ন ভেবে
আমি কার আশাতে ছুটে চলি পথে পথে
যেন কার মায়াতে বাধা পড়েছে জীবন যে
কত সুর কল্পনা, কত মিথ্যে প্রলোভন
কষ্টের প্রতিটি ক্ষণ
শোনায় কার আহ্বান…
আমার আলোয় আলোকিত
হতে চেয়ে আঁধারে মিলিয়ে
আমার স্বপ্ন আমার সাথে যেন স্বপ্নে ফেরে
আমি আজ নেই তবু কত সুর ওঠে বেজে তোমার ঐ গানের মাঝে
এই পথ গেছে মিশে আমার বেলা শেষে স্বপ্ন ফিরে আসে
পৃথিবীর দূর দেশে
জীবনকে কোন এক স্বপ্ন ভেবে … …
Nirob Khan
এই গান টা DJ করা হোক.
Nirob Khan
আমার পথ চলাটা.
rabx hasan
ভাল লাগছে মামা…।।অনেক ভাল ,ধন্যবাদ
Billal Hossain
আমার খুব পছন্দের একটি গান…. হাজার বার মুনেছি……..