আমার ভালোবাসার তানপুরাতে সুর যে বাজে না
আজ মনের মাঝে রঙ্গীন আশা
রঙ্গে সাজে না
হায় কেমনে ভুলিবো সেদিন বল যেদিন তুমি পাশে ছিলে
ভুলিবো কেমন সে রাত বলো যে দিন তুমি গেছো চলে
আজ তারার আকাশে নেইকো তারা
চাঁদে শুধু অন্ধকার
হায় কেমনে বুঝাব নিজেকে বল তুমি এখন নও আমার
নিভে গেছে আশার প্রদীপ
নেইতো আলো ভালোবাসার
আমি ভালোবেসে যে সব হারালাম
নেইতো কিছু আর আমার
Mimi
Who is the singer? Please let me know