আমি যারে চাইরে সে থাকে মোরই অন্তরে আমি যারে চেয়েও হারাই রে আমি যারে পেয়েও হারাই রে এই আছি এই নাই অন্তরে নিয়েছি ঠাঁই বিরাজ করে সে ভুবনে ভক্তিতে মুক্তি জানি এ শক্তি বাসনা পূর্ণ হবে সাধনে Category: ব্যান্ড ও পপTag: আজম খানপূর্ববর্তী:« আমি যাবো চলেপরবর্তী:আমি যে রিক্সাওয়ালা দিন কি এমন যাবে »
Leave a Reply