বেলা শেষে ফিরে এসে পাইনি তোমায়
কৃষ্ণচূঁড়ার রঙে এঁকেছি তোমায়
মুছনা তুমি তারে সুখেরি ছোঁয়ায়
সাজিয়ে রেখো মনের মণি কোঠায়
মনে পড়ে যায়
প্রশ্নহীনা জোসনা ধোঁয়া রাতে কথোপকথন
চোখের ভাষায় হত যত আগামী দিনের স্বপ্নের আলাপন
কি ভুল করেছি আমি আমারি ভুলে
প্রতি নিরবতায় আমাকে পোড়ায়
আমার যত অপূর্ণতা
পারিনি বোঝাতে আমি পারিনি তোমায়
ভুলের মাশুল দিতে গিয়ে জীবন ভরে থাকে বিষন্নতায়
হারায়ে বুঝেছি তুমি কি ছিলে আমার
কি ছিলে আমার তুমি বোঝানো না যায়
————-
আইয়ুব বাচ্চু
রুবেল
বেলা শেষে গানটি আমার অনেক পছন্দের একটি গান। ধন্যবাদ এডমিন ভাইকে গানটির লিরিকটা দেয়ার জন্যে। দু’একটি জায়গায় ছোট্ট-খাট ভুলচুক ছাড়া গানটির লিরিক সুন্দর ভাবে লিখেছেন। আমার মনে ছোট্ট সে সংশোধন করে দিলে আরো ভাল হতো। গানটা শোনার পড় আমার চোখে যে সমস্যাগুলো চোখে পড়েছে সেগুলো তুলে ধরছি………..।
দ্বিতীয় স্টেপের শেষের দুই লাইন আছে
“কি ভুল আমি করেছি যে আমারি ভুল
প্রতি নিরবতা আমাকে কাঁদায়”
কিন্তু গানটাতে শুনলাম
“কি ভুল করেছি আমি আমারি ভুলে
প্রতি নিরবতায় আমাকে পোড়ায়”
এবং শেষের তিন লাইন গানে শুনলাম……
“ভুলের মাশুল দিতে গিয়ে জীবন ভরে থাকে বিষন্নতায়
হারায়ে বুঝেছি তুমি কি ছিলে আমার
কি ছিলে আমার তুমি বোঝানো না যায়”
সাইট এডমিন ভাই/বোন ব্যপারটা একটু দেখবেন।
Bangla Lyrics
অনেক অনেক ধন্যবাদ। ঠিক করে দিয়েছি। দেখুন তো এবার ঠিক আছে কিনা?
palash
খুব ভালো লাগলো।
Santanu Bhuiya
Santanu bhuiya
রিগান
এই গানটি অরিজিনালি ফ্রম ইস্ট নামক ব্যান্ডের । সেটি যতদূর সম্ভব মনে পরে প্রিন্স মাহমুদের। গানের সুধু প্রথম ৪ টি লাইন ঠিক রাখা হয়েছে বাকি সবকিন্তু পরিবর্তন করা হয়েছে বাচ্চুর অ্যালবামে।
নীর হারা এইভাবে কাটবে জীবন
ব্যথার মাঝে জানি আসবে মরন
আসার শিশিরটুকু শুধু ঢেকে যায়
না পাওয়ার স্মৃতি থাকে বিষণ্ণতায়
বেলা শেষে ফিরে এসে পাইনি তোমায়
কৃষ্ণচূঁড়ার রঙে এঁকেছি তোমায়
মুছনা তুমি তারে দুখের ছোঁয়ায়
সাজিয়ে রেখো মনের মণি কোঠায়