সেদিও ছিলো দুপুর এমন
ঝকঝকে রোদ অস্থির মন
আর ঘড়ির কাটায় তখন
প্রশ্রয়
সেদিনের মতো কলেজের ক্লাস
শেষ হয়ে গেছে অবকাশ
পাওয়া গেছে ফের দেখার আকাশ
নীলচে সময়
নীল রং ছিলো ভীষন প্রিয়
তাই সবকিছু নীলিয়ে দিও
মনে পড়ে কি সেদিন
বলেছিলাম তোমায়
আজ নীল রংয়ে মিশে গেছে লাল
আজ রং চিনে নেবার আকাল
নীল বাতাসেও বেনীল ভেজাল
ভেসে বেড়ায়
যেতে দাও সেদিনের মতো
পেতে দাও সেদিনের ক্ষত
নীল শরীরে তোমায় ছোঁবো
নীল সাগরে ভাসিয়ে দেবো
শুনি আজও সেই দুরের তলব
বন্ধ ঘরের সেই পথের ঝলক
পথের সীমায় পাথর ফলক
দেয় ডাক
ঝকঝকে রোদের কংক্রিটে ভীড়
করে আসে ছায়া দেয় বাধে নীড়
অস্থির মন অজান্তে স্থির
বলে আজ থাক
নীল রং ছিলো ভীষন প্রিয়
তাই সবকিছু নীলিয়ে দিও
মনে পড়ে কি সেদিন
বলেছিলাম তোমায়
আজ নীল রংয়ে মিশে গেছে লাল
আজ রং চিনে নেবার আকাল
নীল বাতাসেও বেনীল ভেজাল
ভেসে বেড়ায়
যেতে দাও সেদিনের মতো
পেতে দাও সেদিনের ক্ষত
নীল শরীরে তোমায় ছোঁবো
নীল সাগরে ভাসিয়ে দেবো
সেদিও ছিলো দুপুর এমন
ঝকঝকে রোদ অস্থির মন
আর ঘড়ির কাটায় তখন
প্রশ্রয়
——————
রূপম
Leave a Reply