এই ঘরে ফেরা নিজেকে ফিরে দেখা
আয়নাতে কার মায়া
আঁধারের আলো ছায়া
আমার সাথে চলে
তোমাকে নিয়ে একা
অজানা যে আকাশে ওড়ে
অদেখা কোন স্বর্গ আমার
না পাওয়া তবু পথ দেখায়
আশাতে হতাশা ভোলায়
যতবার জন্মেছি তোমারই আশাতে
ততবার আবার এই ফিরে চলা
দুর থেকে দেখা
আমার এ ভালোবাসা
অজানা যে আকাশে ওড়ে
অদেখা কোন স্বর্গ আমার
না পাওয়া তবু পথ দেখায়
আশাতে হতাশা ভোলায়
আমার ঘৃনা তোমাকে পোড়াবে না
দেখাবে স্বপ্ন
আমার দুঃখ তোমার আকাশে
মেঘ হয়ে কাঁদাবে না
আমার ফেলে আসা দুঃস্বপ্নের রাত
যত কষ্টের স্মৃতি
তোমার জন্য বাঁচতে শেখাবে
মৃত্যু হয়ে ছোঁবে না
কত মিথ্যে অভিনয়ে গড়া এ জীবন
অচেনা ছোঁয়ায়
অজানা যে আকাশে ওড়ে
অদেখা কোন স্বর্গ আমার
না পাওয়া তবু পথ দেখায়
আশাতে হতাশা ভোলায়
——————–
আর্টসেল
এ্যালবাম – ছাড়পত্র
Ashfakul Ashekin
নজরুলগীতি- শুনিতে চেয়োনা আমার মনেরও কথা
তুমি শুনিতে চেয়োনা আমার মনেরও কথা
তুমি শুনিতে চেয়োনা আমার মনেরও কথা
দক্ষিণা বাতাস ইঙ্গিতে বোঝে
দক্ষিণা বাতাস ইঙ্গিতে বোঝে
কহে যাহা বনলতা
শুনিতে চেয়োনা আমার মনেরও কথা
চুপ করে চাঁদ সূদূর গগনে মহাসাগরের ক্রন্দনও শোনে
চুপ করে চাঁদ সূদূর গগনে মহাসাগরের ক্রন্দনও শোনে
ভ্রমর কাঁদিয়া ভাঙ্গিতে পারেনা কুসুমের নীরবতা
ভ্রমর কাঁদিয়া ভাঙ্গিতে পারেনা কুসুমের নীরবতা
তুমি শুনিতে চেয়োনা আমার মনেরও কথা
মনের কথা কি মুখে সব বলা যায়
মনের কথা কি মুখে সব বলা যায়
রাতের আঁধারে যত তারা ফোটে
রাতের আঁধারে যত তারা ফোটে
আঁখি কি দেখিতে পায়
পাখায় পাখায় বাঁধা যবে রয় বিহঙ্গ মিথুন কথা নাহি কয়
পাখায় পাখায় বাঁধা যবে রয় বিহঙ্গ মিথুন কথা নাহি কয়
মধুকরও যবে ফুলে মধু পায় মধুকরও যবে ফুলে মধু পায়
রহে না চঞ্চলতা
শুনিতে চেয়োনা আমার মনেরও কথা
দক্ষিণা বাতাস ইঙ্গিতে বোঝে
দক্ষিণা বাতাস ইঙ্গিতে বোঝে
কহে যাহা বনলতা
শুনিতে চেয়োনা আমার মনেরও কথা
তুমি শুনিতে চেয়োনা আমার মনেরও কথা
Ashfakul Ashekin
নজরুলগীতি- নয়নভরা জলগো তোমার
নয়নভরা জলগো তোমার আঁচল ভরা ফুল
নয়নভরা জলগো তোমার আঁচল ভরা ফুল
ফুল নেব না অশ্রু নেব
ফুল নেব না অশ্রু নেব
ভেবে হই আকুল
নয়নভরা জলগো তোমার আঁচল ভরা ফুল
ফুল যদি নিই তোমার হাতের
জল রবে গো নয়ন পাতে
ফুল যদি নিই তোমার হাতের
জল রবে গো নয়ন পাতে
অশ্রু নিলে ফুটবে না আর প্রেমেরও মুকুল
নয়নভরা জলগো তোমার আঁচল ভরা ফুল
মালা যখন গাঁথো তখন পাওয়ার সাধ যে জাগে
মোর বিরহে কাঁদো যখন আরো ভালো লাগে
মালা যখন গাঁথো তখন পাওয়ার সাধ যে জাগে
পেলে তোমায় যদি হারাই দূরে দূরে থাকি গো তাই
ফুল ফোটায়ে যাই গো চলে চঞ্চল বুলবুল
নয়নভরা জলগো তোমার আঁচল ভরা ফুল