কাল রাতে আমার স্বপ্নে এসেছো তুমি
কাছে এসে পাশে বসে ভালোবেসেছো তুমি
আমার যত ভালোবাসা ছিলো দিয়েছি তোমায়
তার বিনিময়ে আমি পেয়েছি কি হায়
তুমি ছাড়া এ জীবন আমার
কিভাবে কাটবে একা
এ যেন কোন অজানা পথ
ঘন কুয়াশায় ঢাকা
আমার এই নিঃসঙ্গ জীবনে আসবে কি তুমি
সাঙ্গি হয়ে ভালোবাসা হৃদয় গভীরে
সময় তো মোর থমকে গেছে
তোমায় পাবার আশায়
জীবনের ওপাড়ে হয়তোবা
দেখা হবে দুজনার
তুমি ছাড়া এ জীবন আমার
কিভাবে কাটবে একা
এ যেন কোন অজানা পথ
ঘন কুয়াশায় ঢাকা
কাল রাতে আমার স্বপ্নে এসেছো তুমি
কাছে এসে পাশে বসে ভালোবেসেছো তুমি
আমার যত ভালোবাসা ছিলো দিয়েছি তোমায়
তার বিনিময়ে আমি পেয়েছি কি হায়
তুমি ছাড়া এ জীবন আমার
কিভাবে কাটবে একা
এ যেন কোন অজানা পথ
ঘন কুয়াশায় ঢাকা
——————-
লিজেন্ড
Leave a Reply